স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কালিগঞ্জের বাংলাদেশ জামাতে ইসলামী উদ্যোগে মাদ্রাসা ও গরীব অসহায় ছিন্নমুল মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (০৮-জানুয়ারি- ২০২৫) ঐতিহ্যবাহী বাজার গ্রাম জামি’আ এমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ও কালিগঞ্জ সদরে আনুষ্ঠানিকভাবে ৮০জন অসহায় ও দুস্থদের কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য ড.মিজানুর রহমান। কুশুলিয়া ইউনিয়নের জামায়াতে আমির মোঃ আব্দুর রশিদ আলী সহ জামায়াতের নেতা শিক্ষক আব্দুর রহিম ও সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান প্রমুখ।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান তিনি বলেন” শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়,তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই,অনেকে খোলা আকাশের নিচে রাত কাটায়,তাদের শীত নিবারণের কোনো ভালো ব্যবস্থা থাকে না। তিনি আরো বলেন”
জামায়াতে ইসলামী সব সময় অসহায় মানুষের পাশে আছে, তারই ধারাবাহিকতায় আজকের শীতবস্ত্র বিতরণ।
তিনি আরো বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে, যাকাতভিত্তিক অর্থনীতি ব্যবস্থার ফলে সমাজের ধনী-গরিবের বৈষম্য থাকবে না। সকলেই মর্যাদাশীল নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার লাভ করবে। সমাজ থেকে অনাচার, অবিচার দূর হয়ে যাবে। দুর্নীতি, সন্ত্রাস চাঁদাবাজ, মাদক থাকবে না।তাই ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান তিনি।
এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।