লাবলু মিয়া:
টাঙ্গাইল জেলার কালিহাতী–৪ আসনকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করে সারাদেশের জন্য একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, “জনগণের নিরাপত্তা, সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রথমেই সমাজ থেকে চাঁদাবাজি ও মাদকের মতো ব্যাধি নির্মূল করতে হবে। কালিহাতী–৪ আসনে সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে আমি প্রস্তুত।”
তিনি জানান, কালিহাতী–৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও সুশাসনের প্রত্যাশায় রয়েছে, আর সেই প্রত্যাশা পূরণ করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
আব্দুল লতিফ সিদ্দিকী দেশের রাজনীতিতে একটি সুপরিচিত ও অভিজ্ঞ নাম। তাঁর রাজনৈতিক জীবনের শুরু ১৯৭০ সালে, যখন তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৩ ও সর্বশেষ ২০২৪ সালেও জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় তিনি সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে সবসময় সোচ্চার ছিলেন বলে দাবি করেন তাঁর সমর্থকরা।
মন্ত্রী হিসেবেও আব্দুল লতিফ সিদ্দিকীর রয়েছে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। তিনি একসময় পাট ও বস্ত্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কাজ করার অভিজ্ঞতা তাঁকে রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন ব্যবস্থাপনায় দক্ষ করে তুলেছে বলে মনে করেন স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, কালিহাতী–৪ আসনে উন্নয়নের নামে অনিয়ম, চাঁদাবাজি ও মাদকের প্রভাব সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এসব সমস্যা সমাধানে তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, ক্রীড়া ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতিতে বিশ্বাস করি। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে কালিহাতী–৪ আসনে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে দৃশ্যমান পরিবর্তন আসবে। এই আসনকে শুধু টাঙ্গাইল নয়, সারাদেশের জন্য একটি উন্নয়নের উদাহরণ হিসেবে দাঁড় করানোই আমার লক্ষ্য।”
স্থানীয় ভোটাররা জানান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করার দক্ষতার কারণে আব্দুল লতিফ সিদ্দিকী এই আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তাঁদের আশা, নির্বাচনে জয়ী হলে তিনি কালিহাতী–৪ আসনের মানুষের দীর্ঘদিনের চাওয়া–পাওয়ার প্রতিফলন ঘটাবেন।