কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুইটি মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায়

খসরু মৃধা:

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ বালি ভরাট রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে উপজেলার পানজোড়া ও পারোয়ান এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় উভয় স্থানে অবৈধভাবে কৃষি জমিতে বালি ভরাটের ঘটনা ধরা পড়ে। আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় দুইজনের বিরুদ্ধে জরিমানা প্রদান করা হয়। পানজোড়া গ্রামের মো. মোতালিব মোল্লারের ছেলে মো. রায়হান মোল্লাকে তিন লাখ টাকা এবং বিরতুল গ্রামের মৃত আব্দুল লতিফ খানের ছেলে মো. রফিকুল ইসলাম খানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

মোট দুইটি মামলায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় সহায়তায় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ।

উপজেলা প্রশাসন জানায়, এ ধরনের অভিযান নিয়মিতভাবে অবৈধ বালি ভরাট ও জমি দখলের ঘটনায় নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা বজায় রাখতে পরিচালনা করা হচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই ধরনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতে অবৈধ কার্যক্রম রোধে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *