কিছু চিহ্নিত ব্যক্তির অপরাধের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয়: বিএনপি

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

দেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে শনিবার রাতে বিএনপি তথ্য জানিয়েছে, কিছু চিহ্নিত ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয়। এই তথ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ন্যায়বিচার শুধু অতীতের ঘটনাগুলোর শাস্তির নিশ্চয়তা দেয় না, বরং ভবিষ্যতে যেন কেউ এমন অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায়, সেই নিশ্চয়তাও দেয়। আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধাই একটি শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি।

বিবৃতিতে আরও বলা হয়, একটি দেশের চলা উচিত ‘ল অফ দ্যা ল্যান্ড’ অনুযায়ী। কিছু চিহ্নিত ব্যক্তির দায় যেমন কোনো প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয়, তেমনি তাদের অপকর্মের কারণে সেই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত। একজন মানুষের কাজের ভালো-মন্দের দায়, বিশেষত গুরুতর অপরাধের শাস্তি, একান্তই তার নিজের।

বিএনপির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ফ্যাসিবাদের পুরো সময়জুড়ে সবচেয়ে বেশি গুম, খুন ও নিপীড়নের শিকার দলেরূপে বিএনপি অবশ্যই সকল মানবাধিকার লঙ্ঘনের বিচারের পক্ষে। এখানে প্রাতিষ্ঠানিক পরিচয় নয়, বিবেচ্য কেবল ব্যক্তির অপরাধ ও আইনের শাসন। কোনো ব্যক্তি বিশেষের বিচ্ছিন্ন অপরাধের সঙ্গে দেশপ্রেমিক বাহিনীকে যুক্ত করে জনগণের আবেগ, আস্থা ও সম্মান প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।

বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর প্রতিটি সদস্য এই দেশের, এই মাটির গর্বিত সন্তান। অধিকাংশ সেনাসদস্যই নিশ্চিতভাবেই চান, সীমালঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক, যাতে কোনো সরকার আর কখনো সেনাবাহিনীর কাছে গুম-খুনের মতো অন্যায় নির্দেশ দিতে না পারে। বিএনপি এই সর্বজনীন আকাঙ্ক্ষার সঙ্গে শতভাগ একমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *