কেন্দুয়ার জুলহাসের দায়েলকৃত আদালত মামলার হাত থেকে রেহাই চায় প্রতিপক্ষ

মোশারফ হোসেন জসিম পাঠানঃ

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলাধীন ৮নং বলাইশিমুল ইউনিয়নের কচন্দারা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে মোঃ জুলহাস মিয়া দায়েলকৃত আদালত মামলার হাত থেকে রেহাই চায় প্রতিপক্ষ একই গ্রামের মোঃ সুজন মিয়ার ছেলে মোঃ আলমগীর ও মৃত লাল মিয়ার ছেলে রাহাত মিয়া গং রা..। জানা যায় গত ১৫/১০/২০২৩ ইং তারিখ জুলহাস মিয়া বাদী হয়ে বিজ্ঞ সহকারী জজ আদালত কেন্দুয়া, নেত্রকোণায় একটি জমি সংক্রান্ত ব্যাপারে মামলা করেন। যাহার মোকাদ্দমা নং: ৩২২/২০২৩ উক্ত বিষয়ে কয়েকবার গ্রাম্য সালিশ বসলেউ বিষয়টি সোরাহা হয়নি এই নিয়ে সরাগ্রাম জুরে আলোচনা সমালোচনার ঝড় উঠে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকগণ তথ্য সংরক্ষণ করতে সরজমিনে গেলে গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায় জুলহাস মিয়া প্রায় ৭বৎসর যাবৎ দেশের বাহিরে থাকে। তিনি যে জমির উপরে মামলা করেছেন সেই জমি পূর্বপুরুষ থেকে মামলার আসামিদের দখলে তিনি প্রতিপক্ষকে হেপ্রতিপহ্ন করার জন্য এহতুক মামলা মোকাদ্দমা করে হয়রানি করছে এবং উক্ত জমির সি এস, আর ও আর ও বিআরএস আসামীদের বাপ/দাদার নাম রয়েছে এদিকে মামলা সূত্রে জানা যায় হিরাধর এর এক সন্তান রয়েছে কিন্তু সর জমিনে জানা যায় হিরাধর তিন সন্তানের বাবা। এ ব্যাপার জেলার উর্দ্ধতন কর্মকর্তা ও বিজ্ঞ বিচারকের সু—দৃষ্টি কমনা করছে গ্রামবাসি ও ভোক্তভূগি পরিবার বর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *