কেন্দুয়ার রিনা আক্তার জমির দলিল দেওয়া নিয়ে তাল বাহানা— ভোগান্তিতে শিউলি

মোশারফ হোসেন জসিম পাঠান:

 

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধীন দলপা ইউনিয়নের রামনগর গ্রামের সাইফুলের স্ত্রী রিনা আক্তার জমির দলিল দেওয়া নিয়ে তাল বাহানা— ভোগান্তিতে শিউলি।

গত— ২৭/১২/২০১৩ ইং তারিখে রিনার প্রয়োজনে ২ শতাংশ জমি বিক্রি করে একই গ্রামের মতিউর রহমানের মেয়ে শিউলি আক্তার এর কাছে। ঐ জমি ক্রয় বাবদ স্ট্যাম্পের মাধ্যমে বায়না পত্র করে ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করে। এখন পর্যন্ত জমিটি দলিল করে দিচ্ছেনা রিনা। এই নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা রিনাকে দলিল করে দেওয়ার জন্য বললেও বিষয়টি এড়িয়ে যান রিনা।

এই নিয়ে পুরো এলাকা আলোচনা সমালোচনার ঝড় উঠে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মী গণ তথ্য সংগ্রহ করতে গেলে শিউলির কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন প্রায় ১৩ বছর হয় রিনার কাছ থেকে জমি কিনেছি কিন্তু এখন পর্যন্ত দলিল করে দেয়নি।

এ ব্যাপারে সাংবাদিকের প্রশ্নের জবাবে শিউলি চিৎকার বলেন, আমি জমির দলিল চাই এবং আমি বিচার চাই। এ ব্যাপারে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও সেনাবাহিনীর নিকট যাব। সেখানে গিয়ে অপরাধীদের বিচার চাইব। উক্ত ঘটানার পরিপ্রেক্ষিতে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা…. চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *