ক্লাব বিশ্বকাপে রিভারপ্লেটের বিদায়, ব্রাজিলের চার দল শেষ ষোলোতে

স্বাধীন স্পোর্টস ডেস্ক: 

ক্লাব বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার দুই দল বোকা জুনিয়র্স ও রিভারপ্লেট আগেই বিদায় নিয়েছে। বিশেষ করে রিভারপ্লেটের বিদায় ঘনিয়ে আসে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর। ম্যাচের ৬৬ মিনিটে লাল কার্ডে দুইবার ক্ষতিগ্রস্ত হয় রিভারপ্লেট, যা ইন্টার মিলানের জয় নিশ্চিত করে। প্রথম গোল করেন ফ্রান্সেসকো পিও এসপোসিতো এবং যোগ করা সময়ে আলেসান্দ্রো বাস্তোনি দ্বিতীয় গোল করেন। এরপরই আরও একটি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিভারপ্লেটের গনজালো মন্তিয়েল।

এই হার দিয়ে রিভারপ্লেট প্রথম রাউন্ড থেকেই বিশ্বকাপ থেকে বিদায় নিল। একই দিনে মন্তেরে ৪-০ গোলে উরাওয়া রেড ডায়মন্ডসকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়। এতে ইন্টার মিলান ও উরাওয়া রেড ডায়মন্ডস শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে।

অন্যদিকে ব্রাজিলের ফ্লুমিনেন্স আফ্রিকার দল মামেলোদি সানডাউনসের সঙ্গে গোলশূন্য ড্র করেও শেষ ষোলোর পথ ছেড়েছে। এই ম্যাচে বলের আধিপত্য থাকলেও প্রতিপক্ষকে চমৎকারভাবে রুখে দিয়েছে ফ্লুমিনেন্স। ফ্লুমিনেন্সের এই সাফল্যের মাধ্যমে ব্রাজিলের সব চারটি দল—পালমেইরাস, বোতাফোগো, ফ্লামেঙ্গো ও ফ্লুমিনেন্স—শেষ ষোলোতে প্রবেশ করেছে।

নক আউট পর্বে পালমেইরাস আর বোতাফোগো মুখোমুখি হবে, অন্যদিকে ফ্লামেঙ্গো খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এবং ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ হবে ইন্টার মিলান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *