ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা বেয়াদব মনির হোসেন জিয়া

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে বিকেএমইএর সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মুহাম্মদ হাতেমের সঙ্গে অপ্রীতিকর আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ মনির হোসেন জিয়া। বুধবার (১২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। মনির হোসেন জিয়া তার স্ট্যাটাসে লেখেন, কিছু দিন আগে শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে এনসিপির এক নেতা হাতেম সাহেবকে ‘ফ্যাসিস্ট হাসিনার দোসর’ হিসেবে আখ্যায়িত করেন, যা পরে বিভিন্ন নিউজ পোর্টালে ভাইরাল হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার সরকারি তোলারাম কলেজের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হলে কিছু সাধারণ শিক্ষার্থী অভিযোগ তোলে যে, “ফ্যাসিস্টের দোসর কলেজে কেন?”—এবং তাকে অনুষ্ঠান থেকে চলে যেতে অনুরোধ করে। “আমি তখন আবেগের বশে হাতেম সাহেবকে কলেজ থেকে চলে যেতে বলি,” উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, “তার মতো একজন সম্মানিত ব্যক্তির সঙ্গে এমন আচরণ কোনোভাবেই শোভন হয়নি। আমি এর জন্য মুহাম্মদ হাতেম সাহেবসহ বিকেএমইএর সকল ব্যবসায়ীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ব্যবসায়িক কারণে সব সরকারের সঙ্গেই তাদের সম্পর্ক রাখতে হয়—এই বিষয়টি আমি সঠিকভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমার দ্বারা এমন ভুল আর ঘটবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *