গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সব দলকে নির্বাচনে অংশ নিতে হবে: মির্জা ফখরুল

স্বাধীন সংবাদ ডেস্ক:   

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছোটখাটো সমস্যা ভুলে গিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ। সঠিক সময়ে নির্বাচন হলে আমরা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারব।”

তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের আমলে ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলার পাশাপাশি ২০ হাজার কর্মীকে গুম-খুন করা হয়েছে।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক সহিংসতা ও মতানৈক্য বড় পরিসরে বৃদ্ধি না পেয়ে নির্বাচনকে মূল ট্রেন হিসেবে গণ্য করা উচিত, যাতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সচল থাকে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব শফিকুল আলম বলেন, “শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন। তখনকার সব সংবাদমাধ্যম একযোগে তার দেওয়া বয়ান তৈরি করত।”

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যিনি মন্তব্য করেন, “বর্তমানের পত্রিকাগুলো বিগত সরকারের ভয়ের সংস্কৃতি তুলে আনতে পারেনি। তাই এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলোকে তুলে আনা।”

এই অনুষ্ঠানে বিএনপি ও মিডিয়ার নেতৃবৃন্দ একত্রিত হয়ে দেশের গণতান্ত্রিক উন্নয়ন ও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *