গাজীপুরে কিশোর অপরাধ ও দ্রুত বিচার নিশ্চিত করতে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগর দায়রা জজ আদালতের উদ্যোগে “কিশোর অপরাধী মামলার দ্রুত নিষ্পত্তিতে সংক্ষিপ্ত সমন্বিত সংস্থা সমূহের ভূমিকা ও করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ শারীয়ার রাহিক এবং বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর মো. আনোয়ার হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফ উল ইসলাম, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আজহারুল উজ্জ্বল, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওবায়েদ হাসান ও মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদমান খান, পুলিশ সুপার, র‌্যাব-১ প্রতিনিধি, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি, জেলা সমাজসেবা কার্যালয়, কারাগার, জেলা পরিষদ, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গাজীপুর মহানগর এলাকার ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন কোর্ট পুলিশ পরিদর্শক, জেলা কারাগারের জেলারসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা।

সভায় বক্তারা কিশোর অপরাধ দমনে বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমাজসেবা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তারা দ্রুত বিচার নিশ্চিত, বিচারাধীন কিশোর অপরাধীদের পুনর্বাসন এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন।

সভায় সভাপতির বক্তব্যে গাজীপুর মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির বলেন, “কিশোর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *