গাজীপুরের পূবাইলে ছুড়িকাঘাতে এক যুবক নিহত

খসরু মৃধা : 

 

গাজীপুর মহানগরীর পূবাইলে পূর্ব শত্রুতায় জেরে ছুড়িকাঘাতে রাজিব একন (৩২) নামে এক যুবক কে হত্যার অভিযোগ ওঠেছে , নিহত রাজিব বাগেরহাট জেলার, মোরলগঞ্জ থানার, মধ্য বরিশাল গ্রামের আবুল কালাম একন এর ছেলে, নিহত রাজিব পূবাইলের হারবাইদ এলাকায় বোকারী হোসেনের ভাড়া বাড়িতে থেকে পূবাইল হাড়ি বাড়ীর টেকর এ এন্ড ট্রাউজার্স গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরী করতেন বলে জানা গেছে,

এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে গাজীপুর মহানগরীর পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেছে পূবাইল থানা পুলিশ

অভিযোগ সুত্রে জানা গেছে প্রতিদিনের মতই ৩ নভেম্বর অফিস শেষ করে সন্ধ্যায় অটোরিকশা করে বাড়িতে ফিরছিল ভিকটিম রাজিব , পথিমধ্যে পূবাইলের বসুগাও এলাকার সাইফ পাওয়ার কারখানার সামনে তাকে বহনকারী অটোরিক্সা কে গতিরোধ করে দুইটি মোটরসাইলের, মোটরসাইকেলে থাকা অজ্ঞাত ৫/৬ জন লোক রাজিব কে এলোপাতাড়ি চোখে ও শরীরে কুপিয়ে গুরুতর জখম করে,

পরে তাকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে , পরে ৫ নভেম্বর দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজে মারা যায় রাজিব,

পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ইতিমধ্যে হত্যাকান্ডে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয়েছি, আসামী গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *