নুরুল ইসলাম;
আগুনের খবরে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু,এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপি’র সহ-সভাপতি সাইফুল ইসলাম মোল্লা,শ্রীপুর পৌর বিএনপি’র সহ-সভাপতি বিল্লাল হোসেন,শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম নয়ন, শ্রীপুর পৌর স্বোচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল হক শ্যামল ভূইয়া।শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপুর সুলতান
শনিবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজারের ভুলু খানের টিন সেট মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে তুলার গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। লেপ-তোশকের দোকান থেকে আগুণের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের দোকানে ছড়িয়ে যায়। আগুনে তীব্রতা বাড়তে থাকে সঙ্গে সঙ্গে বাজারের আশ পাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।
বাজারের ব্যবসায়ীরা জানান, আগুণ লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর পাঠানো হলেও প্রায় চল্লিশ মিনিট পড়ে তারা ঘটনাস্থলে আসে। বাজারের ব্যবসায়ীরা যে যেভাবে পেরেছে পানি দিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেছে।এসময় তার ক্ষোভ প্রকাশ করেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো: হুমায়ুন কবির বলেন সংবাদ প্রাপ্তির পরপর ঘটনা স্থলে পৌঁছেছি। পানি বাহিত গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি ও দ্বিতীয় গাড়ি পাম্প দিয়ে পুকুর থেকে পানি দিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি লেপ-তোশকের দোকান, তিনটি ভাংগারির দোকান, দুটি হাড়ি পাতিলের গোডাউনে আগুন লেগে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।