মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :
ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় আধুনিক মাছ বাজার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার শতাধিক মৎস্যজীবীর ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করে কার্যক্রম শুরু করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
গোবিন্দগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ীদের জন্য আলাদা কোনো স্থায়ী বাজার বা শেড না থাকায় এতদিন সরকারি জায়গা বা ফুটপাতে মাছ বিক্রি হতো। এতে যানজট সৃষ্টি এবং পথচারীদের চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছিল। মৎস্যজীবীদের দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে সোমবার দুপুরে আধুনিক মাছ বাজার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে স্থানীয় শতাধিক মৎস্যজীবী পরিবারের ভাগ্য পরিবর্তনের সূচনা হলো বলে মনে করছেন এলাকাবাসী। স্থানীয়রা আশা করছেন, নতুন এ মাছ বাজার প্রতিষ্ঠার মাধ্যমে জেলেরা সরাসরি ভোক্তার কাছে ন্যায্যমূল্যে মাছ বিক্রি করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে, জেলে পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং তারা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পাবেন।
অনুষ্ঠানে ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, “মৎস্যজীবীরা আমাদের দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা আমাদের সকলের দায়িত্ব। উপজেলা প্রশাসন মৎস্যজীবীদের পুনর্বাসনে এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা রাখবে। এই মাছ বাজার শুধু একটি অবকাঠামো নয়, এটি মৎস্যজীবী ভাইদের অধিকার ও সম্মানের প্রতীক।”
গোবিন্দগঞ্জ ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, “আমরা যুগ যুগ ধরে একটি স্থায়ী মাছ বাজারের জন্য আবেদন করেছি, কিন্তু কেউ আমাদের দিকে ফিরে তাকায়নি। আজকের ইউএনও স্যার আমাদের দুঃখ বুঝেছেন। তিনি শুধু একজন ইউএনও নন, তিনি আমাদের মতো গরিব মানুষের অভিভাবক। এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।”
সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া বলেন, “আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে চলেছে। এই মাছ বাজার আমাদের সন্তানদের ভবিষ্যৎ বদলে দেবে। আমরা ইউএনও মো. তরিকুল ইসলামের মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি।”
গোবিন্দগঞ্জে আধুনিক মাছ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিনসহ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, মৎস্যজীবী প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।