মোশাররফ হোসেন জসিম পাঠান:
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৪ নম্বর মাওহা ইউনিয়নের পাজুহাটী গ্রামে ভূমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মৃত হাছেন আলীর ছেলে মোঃ সুমন মিয়ার বিরুদ্ধে প্রবাসী নারী মোছাঃ আছিয়া খাতুন ও তার পরিবার জোরপূর্বক জমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, একই ইউনিয়নের বাড়া গ্রামের মৃত ওয়ারেছ আলী জীবদ্দশায় ২০০৬ সালে তার চার কন্যার নামে হেবা দলিল মূলে প্রায় ৮০ শতাংশ জমি কাওলা করে দেন। দলিল অনুযায়ী ওই জমির বৈধ মালিক হন—মোছাঃ রুকিয়া খাতুন, মোছাঃ আছিয়া খাতুন, মোছাঃ জুবেদা খাতুন ও মোছাঃ হালেমা খাতুন। পিতার মৃত্যুর পর থেকেই চার বোন শান্তিপূর্ণভাবে নিজ নিজ অংশ ভোগদখল করে আসছিলেন।
পরবর্তীতে আর্থিক প্রয়োজনে চার বোনের মধ্যে তিনজন নিজ নিজ অংশ সাফ কাওলা দলিলের মাধ্যমে পাজুহাটী গ্রামের মোঃ সুমন মিয়ার কাছে বিক্রি করেন। তবে প্রবাসে অবস্থানরত মোছাঃ আছিয়া খাতুন তার অংশের জমি বিক্রি করেননি। অভিযোগ রয়েছে, প্রবাসে থাকার বিষয়টি দুর্বলতা হিসেবে কাজে লাগিয়ে মোঃ সুমন মিয়া আছিয়া খাতুনের অংশের জমিও জোরপূর্বক দখলে নিয়ে চাষাবাদ ও ভোগদখল শুরু করেন।
ভুক্তভোগী আছিয়া খাতুন দেশে ফিরে এসে নিজের মালিকানাধীন ১৯ শতাংশ ৭৫ পয়েন্ট জমি বুঝে পাওয়ার দাবি জানালে সুমন মিয়া বিষয়টি কর্ণপাত না করে উল্টো ক্ষমতার অপব্যবহার করে জমি দখলে রাখেন বলে অভিযোগ। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি।
পরবর্তীতে আছিয়া খাতুন তার ভাই মোঃ সাত্তার মিয়াকে পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেন। এর ভিত্তিতে মোঃ সাত্তার মিয়া বাদী হয়ে ময়মনসিংহ জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, গৌরীপুরে একটি মামলা দায়ের করেন। মামলায় মোঃ সুমন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়। মামলার নম্বর ৮৮৮/২৫।
মামলার খবর জানাজানি হওয়ার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, আসামি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি বাড়িতে এসে ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
নিরাপত্তাহীনতার কারণে বাদী পক্ষ পরবর্তীতে আদালতে আরও একটি ৭ ধারার মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিরা হাজিরা দেওয়ার পর বাড়িতে ফিরে এসে পুনরায় হুমকি প্রদান করে বলে অভিযোগ উঠেছে। এতে বাদী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। তারা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারকের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন। পাশাপাশি দখলকৃত জমি উদ্ধার ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ সুমন মিয়ার বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রবাসী নাগরিকদের সম্পত্তি রক্ষায় প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
প্রকাশ থাকে যে, উল্লেখিত ঘটনার প্রেক্ষাপটে ভুক্তভোগী পরিবারের আশঙ্কা—যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।