তারিকুল ইসলাম :
দীর্ঘদিনের গ্যাস সংকটে চরম ক্ষোভ প্রকাশ করে দনিয়া, শনির আখড়া ও কাজলা এলাকার বাসিন্দারা শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করে রাখেন। আকস্মিক এ অবরোধে দেশের ব্যস্ততম মহাসড়ক সম্পূর্ণ অচল হয়ে পড়ে এবং দু’দিকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় শিশু, নারী, বৃদ্ধসহ সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
অবরোধকারীরা জানান, সপ্তাহের পর সপ্তাহ বাসাবাড়িতে গ্যাস না থাকায় রান্নাবান্না কার্যত বন্ধ হয়ে গেছে। অভিযোগ করেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। বাধ্য হয়েই তারা সড়কে নেমেছেন বলেও দাবি করেন আন্দোলনকারীরা।
গ্যাস সংকটের প্রভাবে দনিয়া–শনির আখড়া অঞ্চলের ছোট শিল্পকারখানা, ওয়ার্কশপ ও গ্যারেজগুলোর কার্যক্রমও অচল হয়ে পড়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় মালিক ও শ্রমিক উভয়েই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে গ্যাস সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল করতে হবে। নতুবা আগামী দিনে আন্দোলন আরও কঠোর হবে এবং পরিস্থিতি আরও বিস্ফোরক আকার ধারণ করতে পারে বলে তারা হুঁশিয়ারি জানান।