গ্রিসে হাইকিং করার সময় প্রায় ১৬৪ ফুট (প্রায় ৫০ মিটার) নিচে পড়ে এই নারীর মর্মান্তিক মৃত্যু হয়।

স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক :

গ্রিসে ভ্রমণের সময় একটি গভীর গিরিখাদ থেকে পড়ে মারা গেছেনএকজন অন্তঃসত্ত্বা মার্কিন শিক্ষক। হাইকিং করার সময় প্রায় ১৬৪ ফুট (প্রায় ৫০ মিটার) নিচে পড়ে এই নারীর মর্মান্তিক মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়েছে, ৩৩ বছর বয়সি বিজ্ঞান শিক্ষিকা ক্লারা থোম্যান ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি এবং তার সঙ্গী এলিয়ট ফিন ক্রিসমাসের ছুটিতে গ্রীসে ভ্রমণ করছিলেন। ২৩ ডিসেম্বর এই দম্পতি ক্রিট দ্বীপের প্লাকিয়াসের কাছে প্রেভেলি মঠের আশেপাশে হাইকিং করছিলেন। কিন্তু অসাবধানবশত ক্লারা পা পিছলে প্রায় ১৬৪ ফুট (৫০ মিটার) গভীর একটি গিরিখাতে পড়ে যান।

স্থানীয় উদ্ধারকারীরা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় তাকে উদ্ধার করেন। প্রথমে রেথিমনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মাথা এবং বুকে গুরুতর আঘাতের কারণে ২৯ ডিসেম্বর তাকে মৃত ঘোষণা করা হয়। দুর্ভাগ্যবশত, তার অনাগত শিশুটিও ঘটনাস্থলেই মারা যায়।

ক্লারা থোম্যান ক্যালিফোর্নিয়ার গোলেটার ডস পুয়েব্লোস হাই স্কুলে বিজ্ঞান শিক্ষিকা ছিলেন। সহকর্মী, ছাত্রছাত্রী এবং পরিবারের সদস্যরদের সদয় এবং নিবেদিতপ্রাণ শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন তিনি।  এছাড়া শিক্ষাদানের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন। পরিবার সূত্র জানিয়েছে, ক্লারার ইচ্ছা অনুযায়ী তার দেহ চিকিৎসা বিজ্ঞানের কাজে দান করা হয়েছে।

ক্লারা মর্মান্তিক দুর্ঘটনা তার পরিবার, বন্ধু, এবং শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। ডস পুয়েব্লোস হাই স্কুল কর্তৃপক্ষ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণসভা আয়োজনের পরিকল্পনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *