স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তোয়াজকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে ফার্মেসি ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছেন। বহুবার ধরা পড়লেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বারবার ছাড়া পেয়েছেন। এলাকাবাসীর দাবি—তোয়াজ এখন একটি শক্তিশালী সিন্ডিকেটের অংশ, যারা থানার কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে।
অভিযোগকারীদের মতে, তোয়াজ মাদক ও নকল ওষুধ বিক্রির পাশাপাশি নানা দুর্নীতি ও অনিয়মের সঙ্গেও জড়িত। স্বল্প সময়ে বিপুল সম্পদ অর্জন করেছে সে। কিভাবে একজন স্বল্প আয়ের ফার্মেসি ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকার মালিক হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
একজন অভিযোগকারী জানান, “৫ আগস্টের পর থেকে আমি নিরাপত্তার কারণে পালিয়ে আছি। আমি নিজে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, মাঝে মাঝে এলাকায় যাই, কিন্তু তোয়াজ ও তার সিন্ডিকেটের ভয়ঙ্কর প্রভাব দেখেছি।” আরেকজন স্থানীয় শিক্ষক বলেন, “ফার্মেসির আড়ালে বছরের পর বছর মাদক ব্যবসা চলছে। ধরা পড়লেও রাজনৈতিক প্রভাবের কারণে ছাড়া পেয়ে যায়।”
এলাকাবাসীর অভিযোগ, তোয়াজ শুধু মাদক ব্যবসা নয়—নকল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ঔষধ সরবরাহ, জমি দখল এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তবুও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
এ কারণে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, রাজনৈতিক ছত্রছায়া ও থানার একটি অংশের যোগসাজশে তোয়াজের অপরাধমূলক কার্যক্রম কেন বন্ধ হচ্ছে না? এলাকাবাসীর দাবি, অবিলম্বে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।