চট্টগ্রামে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

কামরুল ইসলাম, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে সোমবার (৫ মে) সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে সকাল সাড়ে ৯টা থেকে মুরাদপুর মোড়ে এই অবরোধ শুরু হয়।

সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মুরাদপুরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই হস্তক্ষেপে বিক্ষোভকারীরা পিছু হটে।

বিক্ষোভের কারণে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, দুই নম্বর গেট, জিইসি মোড়, নতুন ব্রিজ, সল্টগোলা ক্রসিং ও এ কে খান গেটসহ গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধের ঘটনা ঘটে। ফলে চট্টগ্রাম শহরের বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়।

এ বিষয়ে নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, “সড়কে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করায় পুলিশ বাধ্য হয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নগরীর বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *