মোঃ মাহমুদুল হাসান;
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধের মুখে অবশেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে কাঁটা তারের বেড়া নির্মাণ কাজ থেকে পিছু হটেছে বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ। হেড কোয়ার্টারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে বিএসএফ বা বিজিবি কোনো ধরনের স্থাপনা নির্মাণ কিংবা কাঁটা তারের বেড়া করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে। গত সোমবার ৬ জানুয়ারি থেকে চলা বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা ও স্থানীয় এলাকাবাসীর আতংকের পর বুধবার ৮ জানুয়ারি বিকেলে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ গোলাম কিবরিয়া।
জানা গেছে,বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭/১-এস ও ২-এস এলাকায় ছয় মাস আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তের নোম্যান্সল্যান্ড থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। আর সেই রাস্তার পাশে গত সোমবার কাঁটা তারের বেড়া নির্মাণ করার লক্ষ্যে বিএসএফ প্রথমে গর্ত করে ও পরে বেড়া নির্মাণের সময় বাধা দেয় বিজিবি। এতেই উত্তেজনা তৈরি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিন সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। পরে মঙ্গলবার ৭ জানুয়ারি বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল ইমরান খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানেই অবস্থান করেন।
এদিকে সীমান্তে নিজ দেশের ভূমি রক্ষায় স্থানীয়রাও ক্ষোভ জানিয়ে বিএসএফের অবৈধ কর্মকান্ডকে প্রতিহত করতে বিজিবির সাথে দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয়। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সাথে অবস্থান নিতে দেখা যায়।
ভারতের অংশে কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে,সেখানে অনেকের হাতে রামদা দেখা গেলেও একরকম হাস্যরসাত্মক পরিবেশ লক্ষ্য করা যায়।যেমন-একজন রামদা শানাচ্ছেন বাংলাদেশ থেকে কেউ এলে কাটার জন্য শান দিচ্ছেন বলে হাসতে হাসতে জানান। আরেকজন কাঁধে বস্তা নিয়ে মশকরাচ্ছলে ভিডিওতে বলছেন,‘বোম,বোম,বোম, ফুটিয়ে দেব বাংলাদেশকে।’
বাংলাদেশ অংশের মানুষের মধ্যে অবশ্য উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠাও ছিল।
এখানে বাংলাদেশ অংশে সীমান্ত ঘেঁষে যেসব কৃষকদের জমি রয়েছে তাদের মধ্যে শঙ্কার জায়গাটা বেশি।
এ বিষয়ে অধিনায়ক গোলাম কিবরিয়া জানান,সোমবার ৬ জানুয়ারি সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার সুবেদলপুর বিএসএফ কাম্পের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ১৭৭-এর ২ এস এলাকা ঘেঁষে কাঁটা তারের বেড়া দেয়ার জন্য মাটি খনন করছিল। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হয়। এ নিয়ে ওই দিন বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোন সমাধান হয়নি। পরের দিন অর্থাৎ মঙ্গলবার ৭ জানুয়ারি আবারও বিএসএফের পক্ষ থেকে ওই অবৈধ রাস্তার পাশে কাঁটা তারের বেড়া নিমার্ণের কাজ শুরু করলে বিজিবি আবারো বাধা দেয়। ফলে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। আতঙ্কে ছিল সীমান্ত এলাকার জনগণ।
পরে বুধবার ৮ জানুয়ারি দুপুরে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে দুই পক্ষ আলোচনার মধ্যেমে বিএসএফ বা বিজিবির হেড কোয়ার্টারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্তে একমত হয়। ফলে বিএসএফ স্থানীয সাধারণ জনগণকে নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ায় পরিস্থিতি শান্ত থাকলেও বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং উভয় বাহিনী সর্তক অবস্থানে রয়েছে। তবে সাধারণ মানুষের ভয়ের কোনও কারণ নেই বলে জানান অধিনায়ক।
এদিকে,একই বিষয়ে বিকেলে ভারতের মহদীপুরে সেক্টর কামান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সবশেষ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাতের পর বিষয়গুলো ঊর্ধ্বতন পর্যায়ে অবহিত করা হয়েছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক।