মোঃ মাহমুদুল হাসান:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকার সময় শিবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব-২০২৫ বিতর্ক প্রতিযোগিতা গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ।
উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার,শিবগঞ্জ পৌরসভার সচিব মোঃ আব্দুল বাতেন,মুখ্য সমন্বয়ক শিবগঞ্জ উপজেলা শাখা আল বশরী সোহান সহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী বলেন,তার্কিকদের কৌশল ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষে গ্রুমিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বিতর্কে বক্তব্য হবে তথ্য-উপাত্তনির্ভর সাবলীল বাচনভঙ্গিতে নির্ধারিত সময়ের মধ্যে।অংশগ্রহণকারীদের আগ্রহ ও উদ্দীপনা আমাদের প্রাণশক্তি জোগাচ্ছে। দেখা হবে ০৩রা ফেব্রুয়ারি মূল পর্বে।