এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):
কুমিল্লা চান্দিনায় বিভিন্ন এতিম ও দুঃস্থদের জন্য সৌদী আরব সরকারের প্রেরিত দুম্বার মাংস এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর ২০২৪ইং) দুপুরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্তরে বিভিন্ন এতিমখানার এতিমদের মধ্যে ২০ কেজি করে দুম্বার মাংস বিতরণের সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মানিক মিয়া সহ সংশ্লিষ্ট এতিমখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা থেকে চান্দিনা উপজেলায় ৩৬ কার্টন মাংস বরাদ্দ দেওয়া হয়। শনিবার সকাল ১১টায় বরাদ্দ পাওয়া উক্ত মাংস উপজেলা পরিষদে আসে। প্রতিটি কার্টনে প্রায় ২০ কেজি করে মাংস রয়েছে। সে হিসাবে ৩৬টি কার্টনে ৭২০ কেজি মাংস। শনিবার দুপুরে দুম্বার মাংসগুলো উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস উপজেলার মোট ৩৬টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।