চান্দিনায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। বুধবার (১ জানুয়ারি ২০২৫ইং) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন এর নেতৃত্বে র‍্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

বর্ণাঢ্য র‍্যালিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, পৌরসভা, ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে ইউএনও নাজিয়া হোসেন বলেন, ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে শুরু হচ্ছে তারুণ্য উৎসব। আমরা যদি নিজেদের বদলাতে পারি তাহলে দেশ বদলে যাবে, একটি নতুন পৃথিবী গড়ে উঠবে। আমরা এক সাথে সবাই মিলে নতুন পৃথিবী গড়ে তুলবো।

র‍্যালিতে উপস্থিত ছিলেন- চান্দিনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান , উপজেলা যুব উন্নয়ন অফিসার সফিকুল ইসলাম, চান্দিনা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *