কামরুল ইসলাম:
চট্টগ্রাম জেলার বাঁশখালীতে চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধারের অভিযানে দুইজন চোরকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার মহোদয়ের নির্দেশনায় ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, বাঁশখালী থানার এসআই (নি:) রুবেল চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল শীলপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের মূল গেইটের ফলক থেকে চুরি হওয়া ২টি সিসি ক্যামেরা উদ্ধারের লক্ষ্যে মন্দিরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ১নং আসামী মোঃ সানি চৌধুরীকে সনাক্ত করে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে ২নং আসামী মোঃ হাসান প্রঃ বাবু (২৬) কে গ্রেফতার করা হয়। তাহাদের হেফাজত থেকে চোরাইকৃত ২টি সিসি ক্যামেরা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ প্রসঙ্গে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে চুরিকৃত সামগ্রী উদ্ধার এবং দ্রুত গ্রেফতারের ঘটনায় এলাকাবাসী পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেন, পুলিশের এই তৎপরতা অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে।