ছাতকে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার: 

 

গত ২১/০১/২০২৫ ইং  মঙ্গলবার ছাতকে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম।

ক্রীড়া সমিতির সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা লিটন, এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বাংলা বাজার স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসীর উদ্দিন, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাশ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম, সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হোসেন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল প্রমুখ।
সভায় জানানো হয়, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে ১ ফেব্রুয়ারি এ্যাথলেটিকস ও ২ ফেব্রুয়ারি ক্রিকেট প্রতিযোগিতা হবে। এছাড়া আগামী ৪ ফেব্রুয়ারি ছাতক মন্টু বাবুর মাঠে উপজেলা পর্যায়ের এ্যাথলেটিকস এবং ৫ ফেব্রুয়ারি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল পর্যায়ে ক্রীড়া শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। শেষদিন ৫ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় মন্টুবাবুর মাঠে পুরস্কার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *