ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত

মো. লুৎফর রহমান খান;

বরিশালের বাকেরগঞ্জে জুলাই – আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ডিসেম্বর – ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খানের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বাকেরগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ফয়সাল , উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান, ওসি( তদন্ত)সুরেজীত বড়ুয়া, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারবৃন্দ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব নাছির হাওলাদার, জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম, ইসলামী আন্দোলনের সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়া, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান সালামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। স্মরণসভায় গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ স্মৃতিচারণ করেন। আলোচক বৃন্দ তাদের এই বীরত্বপূর্ণ কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা প্রশাসন তাদের পরিবারের খোঁজ-খবর নেন এবং আহতদের চিকিৎসার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। পরে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *