জনাব আবু নাসের ইয়াহিয়া(সারমিন)অত্যন্ত অসুস্থ, দেশবাসীর নিকট দোয়া চাইলেন শফিক খান

মোঃআনজার শাহ;

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক জনাব আবু নাসের মোঃইয়াহিয়া(সারমিন) গুরুতর অসুস্থ।বর্তমানে তিনি এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন।তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার প্রিয় ভাতিজা শফিক খান।

ভাতিজা শফিক খান বলেন, দেশবাসীর নিকট দোয়ার দরখাস্ত, আমার প্রাণপ্রিয় চাচা জনাব আবু নাসের ইয়াহিয়া(সারমিন)আল আরাফাহ ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যানের জন্য দোয়া করিবেন। আমার চাচা বুকে ব্যথা নিয়ে এভার কিয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থা ভালো না।দেশবাসীর নিকট অনুরোধ জানাচ্ছি,আল্লাহর নিকট আপনাদের প্রার্থনার সময় আমার চাচার সুস্থতার জন্য দোয়াতে শামিল করিবেন। আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন।

বরুড়া উপজেলার ছাত্রদলের পক্ষ থেকে একটি বিশেষ দোয়ার বার্তাও দেওয়া হয়েছে। এই আবেদন বার্তায় জনাব আবু নাসের ইয়াহিয়া (সারমিন) পরিপূর্ণ সুস্থতা,নেক হায়াতদারাজি এবং পুনরায় সমাজসেবা ও সমাজ সংস্কার কাজে আত্মনিয়োগে তাওফিক কামনায় বরুড়াবাসী, আমজনতা, সমর্থক, সর্বসাধারণ মুসলিম ভাইদের প্রতি দোয়া করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

 

সাংবাদিক আনজার শাহ কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, অসুস্থতা আল্লাহ তাআলার এক ধরনের পরীক্ষা। অসুস্থ ব্যক্তির সুস্থতায় দোয়ার বিকল্প নেই। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আয়েশা (রাঃ) বলেন, রাসুল(সাঃ)যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন, উভয় হাতের তালু মিলিয়ে তাতে তিনি কুল পড়ে ফুঁ দিতেন। এরপর শরীরের যতটুকু অংশ সম্ভব মুছতেন।মাথা, চেহারা ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। এভাবে তিনবার করতেন। যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন,তখন আমাকে এমন করার জন্য আদেশ করলেন। (বুখারি,হাদিস : ৬২৬৬)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের নির্দেশনা অনুসারে অসুস্থ ব্যক্তির সেবা ও দোয়া করার তাওফিক দান করুন এবং জনাব আবু নাসের ইয়াহিয়া (সারমিন) সাহেবকে অতি দ্রুত আরোগ্য করুক। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *