স্টাফ রিপোর্টার বাবু তিস্তা:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুই দিনের কর্মসূচি তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর ১১টি পয়েন্টে বিভিন্ন কর্মসূচি পালন করেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলম আলমগীর ও লালমনিরহাট জেলা বিএনপির সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় বলেন এই কর্মসূচির মাধ্যমে তিস্তা পানি বৈষম্যের বিষয়টি বিশ্ববাসীকে জানানো হবে।
নদীর দুই পাড় জুড়ে বালুচর, সেখানে বাশের খুঁটিতে শামিয়ানা টানিয়ে তাঁবু বানিয়ে রাত্রি যাপন করেন আন্দোলনে যোগ দেওয়া মানুষ আবার কেউ পরিদর্শন করছে টানা ৪৮ ঘণ্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি
কমিটির নেতৃবৃন্দ বলেন, তিস্তা নদী বেষ্টিত উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও লালমনিরহাট জেলার মানুষ পানি বৈষম্যের শিকার হয়েছে।
বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছেন এলাকা’বাসী আরো বলেন আন্দোলনকে ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছে। তিস্তার তীর এলাকার মানুষের অবস্থান কর্মসূচিসহ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।