স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক কমিটির পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ছাতকে দুই চাঁদাবাজ ধরা পড়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার নোয়ারাই ইউপির বেদেপল্লী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
শনিবার দুপুরে আটককৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কালারুকা ইউপির মুক্তিরগাঁও গ্রামের মৃত শুকুর আলী ছেলে সোহেল আহমদ (৩০) একই উপজেলার সদর ইউপির বাউশা গ্রামের মৃত মফিজ আলীর পুত্র আনোয়ার হোসেন (৪০)।
জানা যায়, জাতীয় নাগরিক কমিটির পরিচয় দিয়ে কয়েক দিন ধরে ছাতক উপজেলা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি চলছে। গত শুত্রুবার বেদেপল্লী এলাকায় চাঁদাবাজির গোপন সংবাদ পেয়ে যৌথ বাহিনী দুজন চাঁদাবাজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের রাতেই থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। এ ঘটনায় এসআই সোহেল রানা খন্দকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
ওসি গোলাম গোলাম কিবরিয়া হাসান বলেন, চাঁদাবাজি করতে গিয়ে দুইজন গ্রেপ্তার হয়েছে। এদেরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।