জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খানের উদ্যোগে শ্যামা পূজায় শুভেচ্ছা উপহার বিতরণ

হাসান মামুন:

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও স্থানীয় সাংবাদিক নেতা হাফিজ আল-আসাদ সাঈদ খান পিরোজপুর সদর উপজেলায় শ্যামা পূজা উপলক্ষে সোমবার বিভিন্ন মন্দিরে শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন।

অনুষ্ঠানে সাঈদ খান বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। শ্যামা পূজা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করা সকলের দায়িত্ব।”

স্থানীয়রা জানান, তাঁর এই উদ্যোগে শ্যামা পূজার আনন্দ ও উৎসবমূড আরও বৃদ্ধি পেয়েছে এবং এটি এলাকায় সম্প্রীতি ও সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে। উপহারসমূহ সাঈদ খান তাঁর প্রতিনিধির মাধ্যমে মন্দিরগুলোতে বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বরা। স্থানীয়রা আরও উল্লেখ করেন যে, সাঈদ খান নিয়মিতভাবে সমাজের বিভিন্ন সমস্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, যা তাঁকে এলাকার একজন গ্রহণযোগ্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *