মো: সিফাত হোসাইন গাজী:
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং ২০২৪ সালের আন্দোলনের প্রতিটি শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ মহিলাদল।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচার সরকার দেশে অনিয়ম ও দুর্নীতি চালিয়ে আসছে। এই সময়ে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধারাবাহিক আন্দোলন চালিয়ে গেছে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের সময় দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নামলে সরকার তাদের ‘রাজাকার’ আখ্যা দেয়। তখন বিএনপি সব সময় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা করেছে।
বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনে কয়েক হাজার ছাত্র ও বিএনপি কর্মী শহীদ হয়েছেন। এই শহীদদের স্মরণে এবং আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নে ঢাকা মহানগর দক্ষিণ মহিলাদল সর্বদা মাঠে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মিথ্যা মামলায় কারাবাস এবং ব্যক্তিগত ক্ষতির পরও দলের পাশে থাকার ভূমিকার কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আফরোজা আব্বাসের দিকনির্দেশনা অনুসরণ করা হবে।
শেষে জুলাই আন্দোলনের প্রতিটি শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং বিএনপি ও মহিলাদলের দীর্ঘায়ু কামনা করা হয়।