ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়নগন্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত ইন্সপেক্টর জনাব খন্দকার জহির উদ্দিন এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর রুবেল মিয়া ও মিঠুন চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্স সহ ০৪/১২/২০২৫ রাত ৮.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন দক্ষিণ সস্তাপুর সাকিনস্থ এলজিইডি ভবন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা মো: আকাশ ওরফে রগকাটা আকাশ(৩২), পিতা- মৃত কাশেম, সাং- বুড়ির দোকান, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানার রেকর্ডপত্র পর্যালোচনায় তার নামে ছিনতাই, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলাসহ মোট ৯ টি মামলা রুজু আছে বলে জানা যায়