এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায়, উত্তর চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মিরসরাই–জোরারগঞ্জ সার্কেলের এএসপি নাদিম হায়দার চৌধুরীর মাদকমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে ও নির্দেশক্রমে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিম এর নেতৃত্বে এসআই নিরস্র মোঃ মনির আহমদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউপির ৩নং ওয়ার্ড দেওয়ানপুর সাকিনের ঢাকা-চট্টগ্রাম পুরাতন হাইওয়ে রোড সংলগ্ন ফারুক মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ধৃত আসামি ১। মোঃ মনজুর আলম সানি (২১), ২। মোঃ শাহরিয়া (২০), ৩। মোঃ মেহেরাব হোসেন (২০)-কে আটক করা হয়। আটককৃত আসামিদের হেফাজত হতে সর্বমোট ৪৯ (উনপঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি কালো রঙের TVS Apache RTR 160 সিসি মোটরসাইকেলসহ ০৭/১০/২০২৫ খ্রিঃ ২০:৩৫ ঘটিকার সময় জব্দ করা হয়। ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম-ঠিকানা জানা যায়—
১। মোঃ মনজুর আলম সানি (২১), পিতা: দিদারুল আলম, মাতা: শামসুন্নাহার, গ্রাম: উত্তর জামালপুর গনি সর্দার বাড়ি, ৪নং ওয়ার্ড, ২নং হিঙ্গুলি ইউপি, থানা: জোরারগঞ্জ, জেলা: চট্টগ্রাম।
২। মোঃ শাহরিয়া (২০), পিতা: সাইফুল ইসলাম, মাতা: জরিনা খাতুন, স্থায়ী ঠিকানা: রানিয়া হাট ভূইয়া বাড়ি, থানা: ফেনী সদর, জেলা: ফেনী, এ/পি গ্রাম: জামালপুর আখতারুজ্জামান বাড়ি, ২নং হিঙ্গুলি ইউপি, থানা: জোরারগঞ্জ, জেলা: চট্টগ্রাম।
৩। মোঃ মেহেরাব হোসেন (২০), পিতা: মাহফুজ আলম, মাতা: শাহেনা আক্তার, গ্রাম: মধ্যম জামালপুর ভূঁইয়া বাড়ি, থানা: জোরারগঞ্জ, জেলা: চট্টগ্রাম।
জোরারগঞ্জ থানায় আসামিদের নামে মামলা রুজু করা হয়েছে।
এই বিষয়ে এএসপি নাদিম হায়দার চৌধুরীর সঙ্গে কথা বললে তিনি বলেন, “এই মিরসরাই এবং জোরারগঞ্জ এলাকা মাদকমুক্ত এলাকা গড়ার লক্ষ্য নিয়ে প্রশাসন কাজ করবে। ছোট-বড় যত মাদক ব্যবসায়ী ও সেবনকারী হোক না কেন, কেউই রেহাই পাবে না।”
জোরারগঞ্জ থানার ওসি এম. আবদুল হালিমের সঙ্গে কথা বললে তিনি জানান, “মাদকের পক্ষে কোনো আপোষ নয়। মাদক ব্যবসায়ী এবং সেবনকারী—একে একে সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এলাকার সচেতন ব্যক্তিদের সহযোগিতায় পুরো এলাকাটি মাদকমুক্ত করার অভিযান চলমান থাকবে।”
এছাড়াও তিনি এলাকার সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।