কামরুল ইসলাম:
চট্টগ্রামের জোরারগঞ্জে ১০২ পুরিয়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে জোরারগঞ্জ থানার এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী এলাকার চিনকি আস্তানা রেলস্টেশন সংলগ্ন “জলিল স্টোর” নামক দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানদার আব্দুল জলিলের (৬৫) হেফাজত থেকে বিশেষ কায়দায় সিগারেটের প্যাকেটের ভিতরে প্যাকেটজাত করা মোট ১০২ পুরিয়া গাঁজা (ওজন ৪৬০ গ্রাম) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মো. আব্দুল জলিল (৬৫), পিতা মৃত নজির আহমদ, মাতা মনধন বিয়া, গ্রাম খিলমুরারী, ৫নং ওয়ার্ড, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন, থানা জোরারগঞ্জ, জেলা চট্টগ্রাম।
জোরারগঞ্জ থানার ওসি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ— দীর্ঘদিন ধরে ওই এলাকায় আব্দুল জলিল প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।