টঙ্গীতে চাঁদা দাবীর প্রতিবাদে শিল্প উদ্যোক্তার সংবাদ সম্মেলন

কনা আক্তার : 

শিল্প নগরী টঙ্গীতে চাঁদা দাবী ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুমিন উল্লা নামে একজন শিল্প উদ্যোক্তা।

বৃহস্পতিবার সকালে টঙ্গী বিসিক এলাকায় মুমিন উল্লার নিজ প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী শিল্প উদ্যোক্তা জিন্স কালেকশন নামে একটি ওয়াশিং কারখানার ব্যবস্থাপনা পরিচালক।

সংবাদ সম্মেলন ভুক্তভোগী বলেন, বিসিক শিল্প এলাকায় দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছেন তিনি। সেই সুবাদে স্থানীয় দুটি কারখানার ভাড়ার চুক্তিপত্রে স্বাক্ষী হয়েছিলেন তিনি। পরে দুই প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ সৃষ্টি হলে একপক্ষ তাকে নানা ভাবে হয়রানি করার চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় কথিত একটি অনলাইন টিভিতে তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ওই কথিত সাংবাদিক বিভিন্ন সময় প্রতিষ্ঠানে এসে টাকা দাবী করে আসছিল।

এছাড়াও মদিনা ওয়াশিং কারখানার মালিক মুস্তাফিজুর রহমান তাকে একাধিক বার প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এঘটনায় তিনি টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।

এসময় গণমাধ্যম কর্মীদের কাছে সত্য ঘটনা তুলে ধরার আহবান জানিয়ে তিনি বলেন এই চক্রটি আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই শিল্প উদ্যোক্তা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিন্স কালেকশনের নির্বাহী পরিচালক শাহ আলম দুলাল, পরিচালক এনায়েত হোসেন ভুইঁয়াসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *