টাঙ্গাইলে এসডিএস সেতুর অ্যাপ্রোচ ধসে যান চলাচল বন্ধ

মোঃ মশিউর রহমান:

টাঙ্গাইল সদর উপজেলার টাঙ্গাইল–তোরাবগঞ্জ সড়কের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত এসডিএস সেতুর পশ্চিম পাশের অ্যাপ্রোচ অংশ ধসে পড়েছে। ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে হঠাৎ অ্যাপ্রোচ ধসে পড়ে। এতে টাঙ্গাইল সদর ও তোরাবগঞ্জ অঞ্চলের অন্তত ২০ গ্রামের লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের টানা বর্ষণে যমুনার শাখা নদী এলাংজানীতে পানির প্রবাহ বেড়ে তীব্র স্রোত সৃষ্টি হয়। এর ফলে সেতুর পশ্চিম পাশে মাটি ধসে গিয়ে অ্যাপ্রোচটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে।

ধলেশ্বরী নদীর এই ধসের কারণে তোরাবগঞ্জ, চারাবাড়ি, কাতুলী, কাতুলীপাড়া, বকচরসহ আশপাশের শতাধিক গ্রামের মানুষের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তারা বিকল্প পথে দীর্ঘ পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছাচ্ছেন। সাধারণত প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও ছোট-বড় যানবাহন চলাচল করত।

স্থানীয়রা দ্রুত সেতুর মেরামতের দাবি জানিয়েছেন, যাতে স্বাভাবিকভাবে চলাচল শুরু করা যায়। এই বিষয়ে টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভেঙে যাওয়া সেতুর অ্যাপ্রোচ মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে। অচিরেই জনসাধারণের চলাচল স্বাভাবিকভাবে পুনঃস্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *