মোঃ মশিউর রহমান:
টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর ঠিকাদার রানা আহমেদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ রোডের ডিস্ট্রিক গেট বাজার সংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিউবো’র আহ্বায়ক আসাদুজ্জামান রিপন। এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক রাসেদুল আলম, জিআইপির চেয়ারম্যান এমরান হোসেন, বিউবো ঠিকাদার সমিতির মুখ্য সমন্বয়ক জুবায়ের আলম রিপন, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা উজ্জ্বল মিয়া, ঠিকাদার মনির হোসেন এবং ভুক্তভোগী ঠিকাদার রানা আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, “ঠিকাদার রানা আহমেদের ওপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা চালানো হয়েছে।” তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, টাঙ্গাইলে একের পর এক সন্ত্রাসী হামলা মানুষের জীবনে নিরাপত্তাহীনতা তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।
প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন জুবায়ের আলম রিপন। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ মে (সোমবার) দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার, পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহমেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন। এসময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রানা আহমেদের স্ত্রী মীরা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করে। তবে কয়েকদিন পর আসামিরা আদালত থেকে জামিনে মুক্তি পায়।