মোঃ মশিউর রহমান:
“হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে ধারণ করে (১৫ অক্টোবর) বুধবার সারাদেশের মতো টাঙ্গাইলেও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, টাঙ্গাইল-এর যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মোহন্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মুশিউর রহমান, সহকারী প্রকৌশলী ফয়সাল মাহমুদ ও সোনিয়া পারভীন প্রমুখ।