টাঙ্গাইলে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, গণভোট আয়োজন এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
গতকাল রোববার সকালে মিছিলসহকারে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক শরীফা হক।
স্মারকলিপি প্রদান করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আহসান হাবিব মাসুদ।এ
 এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের প্রার্থী ও জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি হোসনি মোবারক বাবুল, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের প্রার্থী ও সহকারী সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম খান, এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের প্রার্থী ও জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার।
এছাড়া জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, টাঙ্গাইল সদর আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানের আগে শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জামায়াতে ইসলামী’র পাঁচ দফা দাবি ১.জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।২.জাতীয় নির্বাচনে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু।৩.লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।৪.বর্তমান সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার।৫.জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *