টিভিকাপ সিজন-২০২৫ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মা ও শিশু স্পেশালাইজড হাসপাতাল

এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):

 

২৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) এতবারপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এতবারপুর টাইগার ক্লাব কর্তৃক আয়োজিত “টিভিকাপ সিজন-২০২৫” ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণে ছিল- চান্দিনা মা ও শিশু স্পেশালাইজড হাসপাতাল ক্রিকেট একাদশ বনাম এতবারপুর পূর্বপাড়া ক্রিকেট একাদশ।

ক্রিকেট খেলার শুরুতে টসের মাধ্যমে ব্যাটিংয় করে- চান্দিনা মা ও শিশু স্পেশালাইজড হাসপাতাল। নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেট এর বিনিময়ে ১৩২ রান সংগ্রহ করে চান্দিনা মা ও শিশু স্পেশালাইজড হাসপাতাল। তারই লক্ষে দ্বিতীয় ইনিংসে নেমেই দারুন শুভ সূচনা করে এতবারপুর পূর্বপাড়া একাদশ। শেষের দিকে চান্দিনা মা ও শিশু স্পেশালাইজড হাসপাতাল টিম দারুন ভাবে কাম ব্যাক করে এবং ৬ রানের বিনিময়ে জয় ছিনিয়ে নেয়।

উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন- এতবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রমিজ উদ্দিন চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী দল চান্দিনা মা ও শিশু স্পেশালাইজড হাসপাতালর চেয়ারম্যান মোঃ মাহবুব আলমের হাতে পুরস্কার তুলে দেন।

চ্যাম্পিয়ন দল চান্দিনা মা ও শিশু স্পেশালাইজ হাসপাতালে অধিনায়ক মোঃ মাহবুব আলম জানান- খুব সুন্দরভাবে আমার টিম প্রতিযোগিতামূলক জয় দিতে পেরে উচ্ছ্বাসিত ও আনন্দিত। আগামী দিনে এমন আরো সুন্দর টুর্নামেন্ট আয়োজনের জন্য কমিটির সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান এবং বর্তমান কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *