মোঃ সোহেল :-
টেকনাফের জনমানুষের জানমালের নিরাপত্তাচেয়ে উপজেলা প্রশাসনের কাছে ৭টি দাবি জানান চট্টগ্রাম শহরস্থ টেকনাফের শিক্ষার্থীরা।
নির্বাহী অফিসার বরাবর তাদের লেখা দরখাস্ত ও ৭ টি দাবি,
বরাবর
উপজেলা নির্বাহী অফিসার
টেকনাফ, কক্সবাজার।
বিষয়: টেকনাফের জনমানুষের জানমালের নিরাপত্তা ও যাতায়াত প্রসঙ্গে।
জনাব,
আমরা আপনার প্রশাসনিক এলাকার বাসিন্দা। সমুদ্র, পাহাড়, নদী ও কৃষিভূমি নিয়ে টেকনাফ প্রকৃতিকরূপে ঘেরা সীমান্তবর্তী একটা উপজেলা।
এই এলাকার জনমানুষের জীবন কৃষি ও জেলে কাজের উপর নির্ভর। দিনদিন অপহরণ বাণিজ্য বেড়ে যাওয়ায় কৃষি কাজ বন্ধ এবং জনজীবন আশঙ্কার মধ্যে। নাফ নদী বন্ধ থাকায় জেলে-জীবন কষ্টে।
টেকনাফের রাস্তাঘাট আগের তুলনায় অনেক ভালো,কিন্তু গাড়ি-ভাড়া দিন দিন বেড়ে যাচ্ছে, ফলে গরীব মেহনতি মানুষসহ সাধারণ শিক্ষার্থীর যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে।
টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভে এক্সিডেন্ট বৃদ্ধি হওয়ার কারণ সড়কের উপর রাখা গরু-ছাগলের জন্য হয়ে থাকে, ফলে মানুষের জীবননাশসহ ড্রাইভাররা ও ক্ষতির মুখে।
এসব বিষয়ে টেকনাফবাসীর পক্ষ থেকে আমাদের দাবীসমূহ :
১/ আগামী এক মাসের মধ্যে অপহরণ চক্রে জড়িতদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে।
২/ অপহরণ চক্রে জড়িতদের গ্রেফতারের জন্য সপ্তাহে একদিন স্থানীয় জনগোষ্ঠী, প্রতিনিধি ও প্রশাসন নিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান করা এবং তা অব্যাহত রাখা।
৩/সিআইসির সাথে সমন্বয় করে রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে স্থানীয় বাঙালি জনগোষ্ঠীর ঝুকিপূর্ণ এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা।
৪/ রোহিঙ্গা প্রত্যাবাসনে স্থায়ী পদক্ষেপ গ্রহণ।
৫/ টেকনাফ উপজেলায় গাড়ি ভাড়া কমিয়ে প্রত্যেক গাড়িতে ভাড়া তালিকা টাঙানো। (ভাড়া প্রস্তাবনা সংযুক্ত)।
৬/মেরিন ড্রাইভে গরুর-ছাগল চারণ নিষিদ্ধ করতে হবে।
৭/ টেকনাফ ট্যাুরিস্ট স্পটে ট্যাুরিস্ট পুলিশ মোতায়েন করা।
দাবীতে….
টেকনাফবাসীর পক্ষে
চট্টগ্রাম শহরস্থ টেকনাফের শিক্ষার্থীবৃন্দ
রাশেল মোহাম্মদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জাহিদুল ইসলাম নাহিদ -প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম।রবিউল হাসান মামুন -চট্টগ্রাম কলেজ।