স্টাফ রিপোর্টার :
দালালদের বিরুদ্ধে একাধিক পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরেও কিছুই হয়নি দালালদের। ডিএনসিসি অঞ্চল—২ এর পিয়ন খোকন সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন। ঘুষের শহর ঢাকা, ঘুষ না দিলে চলে না কোন ফাইল, ঘুষ খেয়ে পেট মোটা করেছে অনেক সরকারী কর্মকর্তা—কর্মচারী, সরাসরি ঘুষ চায় না, খায় না, সরকারী কর্মকর্তা কর্মচারীরা, এসব ঘুষখোর কর্মকর্তা কর্মচারীদের রয়েছে বিশাল এক দালাল সিন্ডিকেট, এই দালাল সিন্ডিকেট দ্বারাই ঘুষ খেয়ে পেট মোটা করছে সরকারী কর্মকর্তা—কর্মচারী।
শেখ অহিদুজ্জামান, কর কর্মকর্তা, ( অতিরিক্ত দায়িত্ব), পৌরকর শাখা, রাজস্ব বিভাগ। পৌরকর শাখা, রাজস্ব বিভাগ, অঞ্চল—২, সেক্টর—২ মিরপুর, ঢাকা—১২১৬। অন্যায় অনিয়ম করে কামিয়েছে কোটি কোটি টাকা। গড়ে তুলেছেন দালালদের সিন্ডিকেট যে দালালের মূল হোতা তুহিন। দালাল তুহিনের বিষয় শেখ অহিদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন তুহিন নামে আমি কাউকে চিনি না। কোনো দিন দেখিও নাই। অথচ এই তুহিনের সাথেই কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করেন শেখ অহিদুজ্জামান।
এ বিষয় দালাল তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ২১৩ নং রুমে বসি, কর কর্মকর্তা শেখ অহিদুজ্জামান স্যারের কাজে সাহাজ্য করি। মিরপুর বা বাংলাদেশের কোথাও আমার জমি নাই । অথচ রাজধানীর মিরপুরেই রয়েছে তার একাধিক ফ্ল্যাট ও প্লট। এ বিষয় দালাল তুহিনের বিষয় বিস্তারিত প্রকাশ হবে আগামী শুক্রবার।