মহিউল ইসলাম মাহবুব:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা “ঢাকা প্রেস ক্লাব”-এর নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে। ২০২৫ সালের ১৫ অক্টোবর জারি করা পত্র নং ৪১.০১.২৬০০.০০০.২৮.১৪৮৯.৯৭-১৫১৫ অনুযায়ী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও নিবন্ধন কর্তৃপক্ষ আবু সাঈদ মোঃ কাওছার রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদকে দুই বছরের জন্য দায়িত্বভার গ্রহণের অনুমতি প্রদান করা হয়।
নতুন কমিটি ২১ অক্টোবর ২০২৫ থেকে ২০ অক্টোবর ২০২৭ পর্যন্ত “ঢাকা প্রেস ক্লাব”-এর সকল কার্যক্রম পরিচালনা করবে।
অনুমোদিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন:
১. জনাব দীপংকর গৌতম — সভাপতি
২. জনাব মোহাম্মদ মাসুদ — সহ-সভাপতি
৩. জনাব মোঃ মনিরুজ্জামান মিয়া — সহ-সভাপতি
৪. জনাব সাদেক মাহমুদ (পাভেল) — সাধারণ সম্পাদক
৫. জনাব শিকদার নূর-ই আলম সিদ্দিকী মুরাদ — যুগ্ম সাধারণ সম্পাদক
৬. জনাব মনিরুল ইসলাম — সাংগঠনিক সম্পাদক
৭. জনাব খন্দকার শাহ্ নূহ — প্রচার ও গবেষণা সম্পাদক
৮. জনাব মোঃ মিজানুর রহমান — দপ্তর সম্পাদক
৯. জনাব মোঃ রফিকুল ইসলাম — সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক
১০. জনাব মঞ্জুর হোসেন মজুমদার — অর্থ সম্পাদক
১১. জনাব সরদার মোহাম্মদ শওকত উল আলম (সুমন) — নির্বাহী সদস্য

নতুন অনুমোদিত কমিটির সদস্যরা প্রত্যেকেই আশাবাদ ব্যক্ত করেছেন যে, তারা ক্লাবের কার্যক্রমে নতুন দিক ও গতির সঞ্চার করবেন। বিশেষ করে, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গবেষণা ও তথ্যপ্রচার কার্যক্রমকে আরও সক্রিয় করে তোলার জন্য কমিটি পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করবে।
ঢাকা প্রেস ক্লাবের বার্তা:
জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা কর্তৃক অনুমোদিত এই নতুন কার্যনির্বাহী কমিটি “ঢাকা প্রেস ক্লাব”-এর কার্যক্রমে নতুন উদ্দীপনা ও গতিশীলতা নিয়ে আসবে এবং ক্লাবকে দেশের সাংবাদিক সমাজের মধ্যে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ক্লাবের সদস্যরা।
বার্তা প্রেরক:
প্রচার ও গবেষণা বিভাগ,
ঢাকা প্রেস ক্লাব