তথ্য ও প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী। ছবি- স্বাধীন সংবাদ।
দীর্ঘদিন যাবত ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাপক হারে চুরি ছিনতাই ও ডাকাতির মতো নানা ধরনের অপরাধ সংক্রান্ত ঘটনা ঘটছে। নিরীহ জনসাধারণের ভোগান্তি এ যেনো নিত্য দিনের ঘটনা মনে হচ্ছে যেনো দেখার কেউ নেই। এই অপরাধের নেতৃত্ব দিচ্ছে স্থানীয় ভয়ংকর কিছু ছিচকে সন্ত্রাসী। প্রশাসনের গাফিলতির সুযোগে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং দিন দিন বেপরোয়া হচ্ছে, এভাবে চলতে থাকলে নিরীহ জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।
অপরাধের সাথে জড়িত একজনের সন্ধান পাওয়া যায়, তার বিরুদ্ধে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তার পরিচয় ও ঠিকানা নিচে দেয়া হলো। প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি।
নামঃ ডাকাত জামান
ঠিকানা- গঙ্গাপুর,কাচপুর,সোনারগা।