ঢাকা-৭ এ বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ মনোনয়ন পেয়ে স্বস্তির নিঃশ্বাস এলাকায়

মোঃ হাসান আলী, ঢাকা:

সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা-৭ আসনে বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পুরান ঢাকার সন্তান হামিদুর রহমান হামিদ। আজ বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তাঁর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে এলাকায় স্বস্তির ছোঁয়া লাগে। পাড়া-মহল্লা, রাস্তা-ঘাট, দোকানপাট, ফুডকোর্ট, হাটবাজার থেকে অফিস-আদালত—সবখানেই দেখা যায় সন্তুষ্টির ঢেউ। নেতাকর্মীরা বলেন, “আমাদের বুকের উপর থেকে যেন এক পাথর নেমে গেছে।”

নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে জানান, অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি থাকায় তারা আনন্দ-উল্লাস করতে পারছেন না।

তারা আরও বলেন,
“দিন-রাত রাজনীতি নিয়ে ভাবেন যিনি, আন্দোলন-সংগ্রামে সবসময় পাশে থাকেন, উৎসব-অনুষ্ঠানে নেতা-কর্মীদের খোঁজ নেন—এমন একজন নিবেদিতপ্রাণ নেতাকে মনোনয়ন দেওয়ায় আমরা দলীয় প্রধানের কাছে কৃতজ্ঞ।”

দলীয় সূত্র জানায়, রাজনৈতিক প্রজ্ঞা, সিনিয়র নেতাদের প্রতি আনুগত্য এবং পুরান ঢাকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার সক্ষমতার কারণেই হামিদুর রহমান হামিদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা-৭ আসনের উন্নয়নকে নতুন করে সাজাতে এবং আধুনিক নগর গড়তে তিনি সবচেয়ে যোগ্য প্রার্থী। কর্মীবান্ধব এই নেতার রাজনৈতিক আদর্শে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্ন পূরণের অঙ্গীকার

গত এক বছরেরও বেশি সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে তিনি মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। মসজিদ-মাদ্রাসায় সহায়তা, ঘরে ঘরে যোগাযোগ—সব মিলিয়ে জনগণের নেতায় পরিণত হয়েছেন হামিদ।

দলের নীতিমালা মেনে চলা, জনগণের কাছে যাওয়া—এই নির্দেশনার পর থেকেই মামলা-হামলার শিকার ঢাকা-৭ আসনের পাঁচটি থানার নেতাকর্মীদের পাশে থেকেছেন তিনি। তাঁর উদারতা ও মানবিকতায় মুগ্ধ সাধারণ মানুষ।

আদর্শ, সততা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে তিনি মাঠে যেমন জনপ্রিয়, তেমনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও আস্থাভাজন। স্থানীয়দের বিশ্বাস—ঢাকা-৭ আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ এবার বিপুল ভোটে জয়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *