তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় শ্যামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার:

আগামী ২৮ মে ২০২৫ “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” উপলক্ষে শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল। সভা সঞ্চালনা করেন শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম রনি।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন হাওলাদার, যাত্রাবাড়ী থানা জিয়া মঞ্চের আহ্বায়ক আনোয়ার হোসেন আকাশ, বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং তারুণ্যের অধিকার আদায়ে আসন্ন সমাবেশ হবে একটি মাইলফলক। এ সময় দলীয় নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *