প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের দক্ষিণ মাসদাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোহাম্মদ কাজী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় কাজী বাড়ির বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন মোহাম্মদ কাজী। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। প্রতিদিন নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে, হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমান আবহাওয়ায় এডিস মশার বংশবৃদ্ধির উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। তাই নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব বা ড্রামে পানি জমে না রাখা এবং নিয়মিত মশা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছে—
“জনসচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”