হাসান আলী:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে নিউমার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খান মনিরকে প্রাথমিক সদস্যপদসহ আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের যৌথ সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারের আদেশ জারি করা হয়।
একই সঙ্গে নিউমার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মীসহ মহানগর দক্ষিণের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোঃ সাইফুল ইসলাম পলাশ।