দীর্ঘদিন পরে মুখ খুললেন মৎস্য ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার :

দীর্ঘদিন পর মুখ খুললেন কাওরান বাজারে মৎস্য ব্যবসায়ীরা। স্বৈরাচারের আমলে মুখ খুলতে পারেননি তারা স্বৈরাচারে থেকে নানাভাবে শোষণ করেছে তাদের। আজ মঙ্গলবার জধানীর কাওরানবাজারে সোনার বাংলা ও সোনালী আড়ৎতের সকল মৎস ব্যবসায়ীদের এ প্রতিবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন। আলোচনা সভায় বক্তারা তাদের বিভিন্ন মতামত প্রকাশ করেন।

তারা অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাষ শাসকের আমলের যে ব্যবসায়ীরা ছিল তারা এখনো তাদের উপর প্রভাব বিস্তার করতে চায় এবং নির্ধারিত ভাড়া চেয়ে অধিক ভাড়া দাবি করে ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে। এবং ৫ ই আগস্টের স্বৈরাশ শাসকের পতনের পর আবারো মাথাচাড়া দিয়ে উঠতে চায় পূর্বের শাসকদলের বেশ আড়ৎ মালিকরা।

আওয়ামী লীগের হাজী সেলিম, সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক স্ত্রী ও আরো দুই তিনজনের নামে এই আড়ৎ গুলো বরাদ্দ করা হয় তারা অবৈধভাবে এই আড়ৎগুলো থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তাদের দোসর শরিফ, খলিল, বাবুল মৎস্য ব্যবসায়ীদের জিম্মি করে তাদের থেকে অগ্রিম টাকা এবং ভাড়া বৃদ্ধি করে ভাড়া নিত কিন্তু বর্তমান ব্যবসায়ীরা একত্রিত হয়ে তা প্রতিবাদ করে।

মৎস্য ব্যবসায়ীদের দাবি পূর্ব নির্ধারিত ভাড়া ছিল ২০০ থেকে ৩০০ টাকা কিন্তু বর্তমানে স্বৈরাচারের দোসরা ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে ৪৩০ টাকা ভাড়া প্রদান করার জন্য ব্যবসায়ীদের বলে।ব্যবসায়ীরা এর প্রতিবাদ করতে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এই বিষয়টি স্থানীয় তেজগাঁও থানার ওসিকে অবগত করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,মৎস ব্যাসায়ীদের আহবায়ক রহিম মোল্লা, সদস্য সচিব রহিম মাঝি, সাইদুল, হাবিব৷ পেদা,জামাল হোসেন হিরু,শ্যামল,জহির দেওয়ান,কামরুজ্জামান তারা,ওসমান চৌধুরী, সুবাশ বালা,ছিদ্দী মুন্সি, অনুষ্ঠান টি সঞ্চালনা করেন শাহরিয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *