নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি তালাশ নিউজ টিভির ব্যবস্থাপনা সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেছেন সিনিয়র রিপোর্টার ও অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ শামীম শাহরিয়ার। সাংবাদিকতা অঙ্গনে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার উন্মোচনে মোঃ শামীম শাহরিয়ার সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা, নৈতিক দৃষ্টিভঙ্গি এবং দায়বদ্ধতা দুর্নীতি তালাশ নিউজ টিভিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন