মোঃ জাহাঙ্গীর আলম :
মানিকগঞ্জের দৌলতপুরে কলিয়া ইউনিয়নের পাচ কলিয়া গ্রামে হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে তাহমিকা ইন্টারপ্রাইজ সত্ত্বাধিকারী ডিলার মোঃ শাহিনুর রহমান এর বিরুদ্ধে। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রের জন্য ১৫ টাকা কেজি দরে মিলবে ৩০ কেজি চাল। কিন্তু ভুক্তভোগী হতদরিদ্র মানুষ ১৫ টাকা কেজি ধরে টাকা জমা দিয়েও কার্ডধারীদের গুনতে হচ্ছে বস্তায় ৩০কেজি চাউলের পরিবর্তে ২৭ কেজি ৪৮০ গ্রাম বস্তা প্রতি।
এতে করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সংশ্লিষ্টরা, ব্যাহত হচ্ছে সরকারের এই কার্যক্রম।
সরজমিনে গিয়ে দেখা যায়, দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মসজিদ সংলগ্ন পাচ কলিয়া গ্রামের ৬৪৬ কার্ডধারীর মধ্যে চলছে হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি। যেখানে সুলভ মূলে প্রতিটি কার্ডধারী পাবেন ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল। এর জন্য তাদেরকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার অফিস থেকে সংগ্রহ করতে হয় সুলভ মূল্য (নতুন) কার্ড।
ছিলামপুর গ্রামের আলমগীর বলেন, আমি ১৫ টাকা ধরে ৩০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও আমাকে চাল দিয়েছে ২৭ কেজি ৪৮০ গ্রাম, আমি বার বার বলছি, এই কম চাউলের বস্তা ফেরত নিয়ে ৩০ কেজি চাউলের বস্তা দেন কিন্তু আমাকে ডিলার বলেন যা আছে তাই নিয়ে যাও।
এবিষয়ে তাহমিকা এন্টারপ্রাইজ সত্ত্বাধিকারী ডিলার মোঃ শাহিনুর বলেন, চাল কম দেওয়ার বিষয়ে খাদ্য অফিসে গিয়ে কথা বলেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, ডিলার মোঃ শাহিনুর রহমান কে অফিসে আসতে বলেন।